Friday, November 24, 2017

জন্মনয়িন্ত্রন পদ্ধতি সম্পর্ক ধারণা; পর্ব-5 : জন্মনয়িন্ত্রন পদ্ধত সমূহ




জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি সমূহ

 
আমাদের দেশে প্রচলিত জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি সমূহ
) পুরুষদের জন্য
ক) অস্থায়ী: অসম্পূর্ণ মিলন, কনডম
খ) স্থায়ী: ভেসেকটমি বা পুরুষ বন্ধাকরন

) মহিলাদের জন্য
) অস্থায়ী
ক) যান্ত্রিক পদ্ধতি: কপার-টি 
খ) হরমোনাল: খাবার বড়ি, ইনজেকশন, নরপ্ল্যান্ট 
গ) প্রাকৃতিক: নিরাপদ সময়, স্তন্য দান
) স্থায়ী পদ্ধতি: টিউবেকটমি বা লাইগেশন





জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি সমূহকে আবার নিম্ন রূপেও শ্রেনি বিভাগ করা যেতে পারে-

ক) স্বল্প মেয়াদী
 পুরুষ : অসম্পূর্ণ মিলন, কনডম
 মহিলা: প্রাকৃতিক পদ্ধতি, খাবার বড়ি।

খ) মধ্যম মেয়াদী
মহিলাদের জন্য: খাবার বড়ি, ইনজেকশন

গ) দীর্ঘ মেয়াদী
মহিলাদের জন্য: নরপ্ল্যান্ট, কপারটি।

ঘ) স্থায়ী
পুরুষ : ভ্যাসেকটমি
মহিলা : লাইগেশন বা টিউবেকটমি।




এই পর্বের এখানেই সমাপ্তি । আগামী পর্বে রয়েছে পুরুষদের জন্য প্রযোজ্য জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি সমূহ।



পূর্ববর্তী পর্বসমূহ







সতর্কীকরণ 



[ সর্বস্বত্ত সংরক্ষিত; কপিরাইটকৃত রচনা।  রচয়িতার লিখিত অনুমতি ব্যতিত এই রচনা বা এর কোন অংশ বিশেষের অনুবাদ বা কোন প্রকারে এর অনুলিপি (যেমন- মুদ্রণ, ফটোস্ট্যাট, কম্পিউটার কম্পোজ বা অন্য কোন উপায়ে) তৈরি, সংরক্ষণ, বিক্রয়, বিতরণ, নিয়মবহির্ভূতভাবে কোন পুস্তকে বা প্রকাশনায় ব্যবহার কিংবা ওয়েব সাইটে প্রকাশ বাংলাদেশ কপিরাইট আইন ২০০৫ অনুযায়ী  শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।  ]

উপরোক্ত রচনাটি ডাঃ আব্দুল্লাহ আল কাইয়ুম রচিত প্রকাশিতব্য পুস্তক ’’জন্মনিয়ন্ত্রন ’’ থেকে নেয়া হয়েছে।

তবে কোনরূপ পরিবর্তন না করে লিংক হিসেবে ফেসবুকে বা ইন্টারনেটে শেয়ার করা যাবে।
কপি-পেস্ট আইনত দন্ডনীয় বলে বিবেচিত হবে ।