Friday, June 1, 2018

আমার লেখা ই বুক- নমুনা

আমার লেখা ই বুক নমুনা


বর্তমানে আমার লেখা মেডিকেল বইয়ের সংখ্যা 117 (একশত সতের)। আমার পরিচিতজনরা বলেন আমাকে একটা বই দিও পড়ে দেখব। আমি তাদের বলি আমার লেখা বই ইংরেজী ভাষায় বেশি এবং এগুলো মেডিকেল সাইন্স শিক্ষার্থীদের জন্য। তারপরও অনেকে বলে আমরাতো ইংরেজি বুঝি। আমি তাদের বোঝাতে পারিনা যে পত্রিকায় লেখা ইংরেজি ও মেডিকেল বইয়ের ইংরেজীর মধ্যে পার্থক্য রয়েছে। তাছাড়া আরো একটি বিষয় এখানে রয়েছে যে টা অর্থনৈতিক হিসাব। আমি কতগুলো বই উপহার হিসেবে আমার পরিচিতিজনকে দিতে পারব?

তাই আমি নতুন একটি উদ্যাগ হাতে নিয়েছি ... সাধারণ জনগনের জন্য বাংলায় ই-বুক লেখা। যা ইন্টারনেট থেকে যে কউ পড়তে পারবে। আমি শুধু লিংকে শেয়ার করব।

প্রাথমিক ভাবে একটি বইয়ের কাজ করছি..

বইটির লিংক দেয়া হলো-


https://drive.google.com/file/d/1uG5VZrShZycexvob6RKhpAIzJ0ylplqs/view?usp=sharing


অনুগ্রহ করে মোবাইলে কেমন দেখা যায় তা জানাবেন