Thursday, August 3, 2017

পোকামাকড়ের দংশনের ফলে সৃষ্ট জীবন বিপন্নকর অবস্থা সম্পর্কে জানুন..

পোকামাকড়ের দংশনের ফলে সৃষ্ট জীবন বিপন্নকর অবস্থা সম্পর্কে জানুন..






আমাদের চারপাশে অনেক ধরনের পোকামাকড় রয়েছে। কখনো কখনো মানুষ এদের কিছু কিছু দ্বারা আক্রান্ত হয়। সাধারণ ভাষায় একে পোকার মাকড়ের দংশন হিসেবে অভিহিত করা হয়। তবে সকল পোকামাকড় দংশন করে না। কিছু দংশন করে বা কিছু হুল বিদ্ধ করে। এধরনের পোকামাকড়ের মধ্যে রয়েছে; মৌমাছি, বোলতা, ভীমরুল, মাকড়শা, বিচ্ছু ইত্যাদি।

মৌমাছি ও এ জাতীয় পোকামাকড় (ভীমরুল, বোলতা) হুল ফোঁটায়। মৌমাছির হুলের ফলে একটি প্রাণঘাতী অবস'া এনাফাইলেক্সিস সৃষ্টি হতে পারে। তাই এ ধরনের হুলে আক্রান্ত ব্যক্তির যথাযথ ব্যবস'াপনা প্রয়োজন।

যেকোন ধরনের ধরনের পোকা মাকড়ের হুল বিদ্ধকরণ বা দংশনের বিপদের লক্ষণ ও চিহ্নসমূহ-
এই লক্ষণ ও চিহ্ন সমূহ দংশনের ৩০ মিনিটে মধ্যে বা ৩-৪ ঘন্টা পরে দেখা যেতে পারে। এই লক্ষণ ও চিহ্ন সমূহ এনাফাইলেক্সিসের (একটি প্রাণঘাতী অবস'া) সূচনা নির্দেশ করে । যদি এই লক্ষণগুলো দেখা যেতে শুরু করে তাহলে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত হাসপাতালে নেয়া হবে আক্রান্ত ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা তত বেশী হবে। লক্ষন ও চিহ্নসমূহ হলো
১. সারা (ও জ্বালা) দেহে তাপ অনুভব করা ।
২. সারা দেহে চুলকানীযুক্ত লাল লাল র্যা স ( সাধারণ ভাষায় এলার্জি ভেসে উঠা ) দেখা যাওয়া।
৩. মাথাব্যথা।
৪. গলায় আঢ়ষ্টতা (গলায় চাপ চাপ বোধ)।
৫. শ্বাস প্রশ্বাসে কষ্ট।
৬. রক্ত চাপ কমে যাওয়া।
৭. আক্রান্ত ব্যক্তির অজ্ঞান হয়ে যাওয়া।

এছাড়াও দংশনের 24 ঘন্টার মধ্যে শরীরে, মুখে, ঠোটে, চোখের পাতায় পানি আসাও বিপদের লক্ষণ হতে পারে। এমতাবস্থায়ও রোগীকে দ্রুত হাসপাতালে প্রেরণ করতে হবে।

এ ধরনের জরুরী অবস্থায় করনীয় সম্পর্কে জানতে ফার্স্ট এইড প্রশিক্ষণ নিন .. নিজের, পরিবারের ও সমাজের কল্লানে এগিয়ে আসুন।

ডাঃ আব্দুল্লাহ আল কাইয়ুম

No comments:

Post a Comment