Thursday, August 3, 2017

শিশুর ছয়মাস বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খাওয়ান

শিশুর ছয়মাস বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খাওয়ান 








১ আগষ্ট থেকে ৭ আগষ্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। ১ আগষ্ট মাতৃদুগ্ধ দিবস

শিশুর জন্মের এক ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ দিতে হবে এবং  ছয়মাস বয়স পর্যন্ত  শুধু মায়ের বুকের দুধই দিতে হবে । এ সময়ে শিশুকে পানি খাওয়নোরও প্রয়োজন নেই। যদি শিশু সঠিক ভাবে বাড়ে ও দিনে ছয়বারের বেশি প্রস্রাব করে তবে ধরে নিতে হবে শিশু সঠিক ভাবেই মায়ের বুকের দুধ পাচ্ছে।

তাই যদি শিশু ছয়বারের বেশি প্রস্রাব করে তাহলে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের বুকের দুধ দিতে হবে। বাড়তি কোন প্রকার খাবার যেমন- গরুর দুধ, বাজারের কৌটার দুধ প্রয়োজন নেই। এতে শিশুর উপকার না হয়ে ক্ষতি হতে পারে। 

যদি কোন কারনে মনে হয় শিশু সঠিক ভাবে খাবার পাচ্ছে না (ছয় বারের কম প্রস্রাব, মায়ের অসুস্থতা, মায়ের স্তনদুগ্ধের অপ্রতুলতা, শিশুর ঘন ঘন অসুস্থতা, শিশুর অপুষ্টি, বৃদ্ধি ব্যহত ইত্যাদি) তবে অবশ্যই শিশু বিশেষঙ্গের পরামর্শে নিয়ে তারপর বাইরের খাবার দিতে হবে।  এম বি বি বিএস বা সমমানের চিকিৎসকের পরামর্শ ব্যতিত অন্য কারো পরামর্শে কখনোই ছয়মাসের কম বয়স্ক শিশুকে বাইরের খাবার (গরুর দুধ, কৌটার দুধ ইত্যদি) খাওয়ানো যাবে না। 

আরেকটি কথা প্রতি মাসেই শিশুর পুষ্টি অবস্থা, বৃদ্ধি ও বিকাশ পরীক্ষা করাতে হবে। 



বিনামূল্যে শিশু পুষ্টি সম্পর্কিত যে কোন পরামর্শের জন্য যোগাযোগ 

এম.এইচ.এস. স্বাস্থ্য কেন্দ্র । 
নতুন বাসস্ট্যান্ড (মীরগন্জ রোড), শেরপুর টাউন, শেরপুর। 
মোবাইল : 01955 400 939 















No comments:

Post a Comment