Thursday, August 3, 2017

বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ



আপনারা 5-7 জন বন্ধুদের নিয়ে একত্রিত হতে পারলে… বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

প্রতিটি সচেতন শিক্ষিত ব্যক্তি বিশেষত নারীদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা থাকা আবশ্যক।

বাংলাদেশে ও ভারতে পঠিত ১০০ এর অধিক মেডিকেল বিষয়ক বইয়ের লেখকের -তত্ত্বাবধানে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে ।

এই প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড)কোর্সে যা রয়েছে-
1. জ্বর মাপা, প্রেসার মাপা শেখা।
2. গর্ভবতীর সাধারণ যত্নাদি।
3. নবজাতক ও শিশুর সাধারণ যত্নাদি।
4. বিভিন্ন রোগ ও রোগাবস্থা প্রতিরোধে করণীয়। যেমন- টায়ফয়েড, জন্ডিস, হৃদ রোগ, ডায়বেটিস, স্ট্রোক, প্যারালাইসিস, ক্যান্সার ইত্যাদি।
5. বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা। যেমন- জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া, আমাশয় ইত্যাদি।
6. বিভিন্ন জরুরী অবস্থার প্রাথমিক চিকিৎসা । যেমন- কেটে যাওয়া, পুড়ে যাওয়া, আঘাত লাগা, পোকা মাকড়ের কামড়, বিদ্যুৎ স্পর্শ হওয়া ইত্যাদি।

প্রশিক্ষনের মেয়াদ চার দিন। প্রতিদিন 2 ঘন্টা।

যোগাযোগ:
পরিচালক
এম.এইচ.এস. স্বাস্থ্য কেন্দ্র ।
নতুন বাসস্ট্যান্ড (মীরগন্জ রোড), শেরপুর টাউন, শেরপুর।
মোবাইল : ০১৭১৫ ১০৮ ৯৯৯।

No comments:

Post a Comment