Thursday, August 3, 2017

উজ্জল ভবিষ্যতের জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমূখী শিক্ষা নিতে হবে।




উজ্জল ভবিষ্যতের জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমূখী শিক্ষা নিতে হবে। ’ম্যাক হেলথ  সার্ভিসেস’ এর তত্ত্বাবধানে  ’স্বাস্থ্যকর্মী’ প্রশিক্ষণ নিন। স্বাস্থ্যকর্মী হিসেবে প্রশিক্ষণ নিলে অাপনি নিজ এলাকাতেই এমনকি বাড়িতে থেকেও সেবা প্রদানের মাধ্যমে উপার্জন করতে পারবেন।




অত্র প্রশিক্ষণের বৈশিষ্ট্য
মেডিকেলের 100 এর অধিক পুস্তক রচয়িতার প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রশিক্ষণ।
মাল্টিমিডিয়া ক্লাস।
নিজস্ব পাঠ্য পুস্তক ও লেকচার সীট।
হাতে কলমে প্রশিক্ষণ।
প্রশিক্ষণকালীন সময় থেকেই উপার্জন করা যাবে।
শিক্ষার্থী ও তার পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা।
প্রশিক্ষনের মেয়াদ  আট মাস।
প্রশিক্ষণ ফি হাতের নাগালেই।
মহিলাদের ক্ষেত্রে বিশেষ ছাড়।

যোগাযোগ 
এম.এইচ.এস. স্বাস্থ্য কেন্দ্র
নতুন বাসস্ট্যান্ট (মীরগন্জ রোড), শেরপুর টাউন শেরপুর।
মোবাইল : 01715 108 999



দেখুন.. বুঝুন.. ভাবুন.. সিদ্ধান্ত নিন.. নিজের জন্য অথবা সমাজের জন্য







2 comments:

  1. বি এইচ এম এস ডিগ্রীধারী ছাড়া কেউ কি হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ হতে পারবেন? দয়া করে জানাবেন

    ReplyDelete